সাগর চৌধুরী
ইসলাম এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে হেফাজতে ইসলাম। অরাজনৈতিক ও ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন ও কেন্দ্রিয় কমিটিতে রিয়াদ শাখার সাধারণ সম্পাদক মাও. আব্দুস সালাম পাটোয়ারীকে সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় শোকরানা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
রোববার (১৫ নভেম্বর) রাতে রিয়াদের স্থানীয় একটি হল রুমে আয়োজিত শোকরানা সভায় সভাপতিত্ব করেন আলহাজ আবু সাঈদ। প্রধান অতিথি ছিলেন মাও. মোহাম্মদ সোহাইল উল্লাহ।
মাও. আব্দুস শাকুর আইয়ুবীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মাও. আব্দুল গুফরান, আলী নূর, আব্দুল মুকছিত, মনিরুল ইসলাম, বুরহান উদ্দীন রাজী, আব্দুল্লাহ, ওমর ফারুক, আব্দুল মুমিন সরকারসহ আরো অনেকে।
আব্দুস সালাম পাটোয়ারীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হেফাজত নেতৃবৃন্দ বলেন, দালাল মুক্ত, কাদিয়ানী মুক্ত ও নাস্তিক মুরদাত মুক্ত বাংলাদেশ চায় হেফাজতে ইসলাম বাংলাদেশ।
পরে নবনির্বাচিত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী, মহাসচিব আল্লামা নূর হুসাইন কাসেমীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
১৭ নভেম্বর, ২০২০।