স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিট চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, বাংলাদেশসহ সারা বিশ্বে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে রেড ক্রিসেন্ট ও রেড ক্রস। বিশেষ করে যে কোনো দুর্যোগ-দুর্বিপাকে রেড ক্রিসেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ সরকারের একমাত্র সহযোগী সংস্থা হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার সেবায় অনবদ্য অবদান রেখে চলেছে। আন্তর্জাতিক সেবা সংস্থা রেড ক্রিসেন্টের কার্যক্রম ও সেবা সর্বত্র ছড়িয়ে দিতে হবে। বিশেষ করে দুর্যোগ বিষয়ে আগাম প্রস্তুতি ও সতর্কতা অবলম্বন জরুরী। পাশাপাশি যুব রেড ক্রিসেন্টের কার্যক্রম আরো প্রসারিত করা প্রয়োজন। চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিট এখন বিগত যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি একটিভ।
তিনি গত শনিবার দুপুরে চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। আগামি ৮ মে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালনকল্পে সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট অফিসার সৈয়দ আফ্রিদুল ইসলামের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন ইউনিট কার্যকরী কমিটির সহ-সভাপতি আলহাজ জাহাঙ্গীর আখন্দ সেলিম, সেক্রেটারি এম এ মাসুদ ভূঁইয়া, সদস্য সুভাষ চন্দ্র রায়, শহীদুল্লা মাস্টার, বেলায়েত হোসেন গাজী বিল্লাল, তমাল কুমার ঘোষ।
- Home
- প্রথম পাতা
- রেড ক্রিসেন্টের কার্যক্রম ও সেবা সর্বত্র ছড়িয়ে দিতে হবে