স্টাফ রিপোর্টার:
চাঁদপুর-লাকসাম রেলপথের গুণরাজদী দর্জিঘাটের কাছে অবৈধভাবে রেলপথ পারাপারের সময় চাঁদপুর-কুমিল্লার মধ্যে চলাচলকারী ডেমু ট্রেনের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে ডেম্যু ট্রেনটির সামনের অংশে ও ইঞ্জিনের বডির ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল পিকআপ ভ্যানে থাকা চালক মিজানুর রহমান ও হেলপার মফিজ মিয়াসহ ট্রেনের ২ শতাধিক যাত্রী প্রাণে রক্ষা পায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে চাঁদপুর-লাকসাম রেলপথের কিলোমিটার নং ১৭৭/৩- ৫ কিলোমিটারের মধ্যে, দর্জিঘাট এলাকায়।
এ ঘটনার সত্যতা শিকার করে নিশ্চিত করেছে, চাঁদপুর পৌর ১২নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুর রহমান দর্জি। এ ঘটনায় রেলওয়ে থানায় ট্রেনের গার্ড মো. মহিউদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর-কুমিল্লার মধ্যে চলাচলকারী ডেম্যু ট্রেনটি বিকেল ৫টায় চাঁদপুর থেকে ছেড়ে যায়। পথিমধ্যে শহরের গুণরাজদী দর্জিঘাটের কাছে অবৈধভাবে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৬-৭৮১১) রেলপথ পারাপারের সময় ট্রেনের সাথে সংঘর্ষ বাঁধে। ডেম্যু চালক তাৎক্ষণিকভাবে ট্রেনের নিয়ন্ত্রণ করে ফেলায় ডেম্যুর সামনের অংশ ও ইঞ্জিনের বডির ব্যাপক ক্ষতিসাধন হলেও পিকআপ ভ্যানের চালক, হেলপারসহ ট্রেনে থাকা ২ শতাধিক যাত্রী প্রাণে রক্ষা পেয়েছে বলে জানান ট্রেনের গার্ড মো. মহিউদ্দিন। তা নাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। তাৎক্ষণিক পিকআপ ভ্যানটিকে আটক করে চাঁদপুর রেলওয়ে পুলিশকে খবর দেয় রেলপথের দায়িত্বে থাকা কর্মকর্তারা। রেলওয়ে পুলিশ খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে ছুটে যান।
অভিযোগে আরো বলা হয়েছে, চাঁদপুর পৌর ১২নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুর রহমান দর্জি এলাকাবাসীসহ গার্ড ও ড্রাইভারকে ঘেরাও করে মারধরের চেষ্টা করলে তারা কৌশলে নিজেদের রক্ষা করে। এরই মধ্যে ১২নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুর রহমান দর্জি ও রেলপথের মিস্টি মহন অর্থের বিনিময়ে পিকআপ ভ্যানটি ছেড়ে দেয় বলে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. উছমান গনি পাঠান জানান। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।
- Home
- প্রথম পাতা
- রেলওয়ে থানায় মামলা চাঁদপুরে ডেম্যু ট্রেনের সাথে পিক্যাপের সংঘর্ষ