রেললাইনের পাশ থেকে হাজীগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের (২০) লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল মঙ্গলবার চাঁদপুর-লাকসাম রেলওয়ে সড়কের হাজীগঞ্জ উপজেলাধীন ধেররা নামক স্থান থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়। তার গাঁয়ে পলো টি-শার্ট (কালো গেঞ্জি) ও পরনে জিন্সের প্যান্ট ছিলো। এ সংবাদ লেখা পর্যন্ত লাশের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল আনুমানিক ৪টায় উপজেলাধীন ধেররা এলাকার রেলওয়ের ১৬০/৯-৬১/০ কিলোমিটারের ৩৫ নং রেল ব্রিজের পশ্চিম পাশে অজ্ঞাত যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে হাজীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক মো. হাসান মাহমুদ ঘটনাস্থলে গিয়ে চাঁদপুর রেলওয়ে পুলিশকে খবর দেয়।
চাঁদপুর রেলওয়ে পুলিশের কর্মকর্তা কামাল হোসেনের সাথে কথা হলে তিনি জানান, আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। লাশের পরিচয় জানা যায়নি।