স্টাফ রিপোর্টার
চাঁদপুর রোটারী ক্লাবের সেক্রেটারী ও হোটেল গ্রান্ড হিলশার চেয়ারম্যান রোটারিয়ান খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন রোটারীর কনভেনশনে যোগ দিতে কাল (১ জুন) জার্মান যাচ্ছেন। তিনি আগামিকাল শনিবার সকাল ৬টায় তুর্কি এয়ারযোগে জার্মানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। রোটারিয়ান কাঞ্চন কনভেনশন শেষে আগামি ৬ জুন দেশে ফিরবেন।
রোটারিয়ান খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন রোটারিয়ান, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষীদের কাছে সুস্থভাবে জার্মান সফর শেষে দেশে ফিরে আসার জন্য দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, আগামিকাল ১ থেকে ৫ জুন পর্যন্ত জার্মানীর হামবুর্গে রোটারী ইন্টারন্যাশনালের ১শ’ ১০তম কনভেনশন অনুষ্ঠিত হবে। কনভেনশনে সারা পৃথিবীর ১শ’ ৭০টি দেশের ২৪ হাজার রোটারিয়ান অংশ নিচ্ছেন।
- Home
- প্রথম পাতা
- রোটারীর কনভেনশনে যোগ দিতে কাল কাঞ্চন পাটওয়ারী জার্মান যাচ্ছেন