রোটারী ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
রোটারী ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের ২০২৪-২৫ রোটারী বর্ষের প্রথম পাক্ষিক সভা গত ৬ জুলাই সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটা. ওমর ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর পিপি রোটা. ইঞ্জি. মতিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাস্ট ডিস্ট্রিক্ট সেক্রেটারী ও রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের সিপি রোটা. মোহাম্মদ শাহজাহান, পিপি রোটা. ডা. মোহাম্মদ আকবর হোসেন (রোটারী ক্লাব অব চিটাগাং) ও রোটা. পিপি মো. সাহাদৎ (রোটারী ক্লাব অব চিটাগাং সুগন্ধা)।
ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন চার্টার প্রেসিডেন্ট রোটা. মো. নজরুল ইসলাম নান্টু, সেক্রেটারী রোটা. উজ্জ্বল কান্তি বড়ুয়া, ট্রেজারার রোটা. রফিকুল ইসলাম মানিক, রোটা. পিপি অ্যাড. এরসাদুর রহমান রিটু, পিপি রোটা. মাসুদুর রহমান মজুমদার, রোটা. পিপি রকি উদ্দিন রিপন, রোটা. জসিম উদ্দিন, রোটা. সাহাবুদ্দিনসহ সদস্যবৃন্দ।
প্রধান অতিথি রোটা. ইঞ্জি. মোহাম্মদ মতিউর রহমান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে রোটারিয়ানরা নিজের পকেটের টাকা দিয়ে সার্ভিস প্রোজেক্ট করে। রোটারী ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল তার ব্যতিক্রম নয়। গত বছর ২৭টি সার্ভিস প্রোজেক্ট সম্পন্ন করে তার মধ্যে ২০২৩-২০২৪ রোটারী বর্ষের জুলাই মাসে ১০,০০০ হাজার গাছের চারা বিতরণ ও রোপণের কর্মসূচি পালন করে। রোটারির পাবলিক ইমেজের বৃদ্ধির জন্য একটা সেমিনারে আয়োজন করে। ঐ অনুষ্ঠানে স্থানীয় এবং জাতীয় পর্যায় টিভি চ্যানেল ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদেরকে সম্মাননা প্রদান করে। আনোয়ারায় গুচ্ছগ্রামে মেঘা হেলথ ক্যাম্পের আয়োজন করে। এ ক্লাবে অনেক ডায়নামিক লিডার রয়েছেন- যারা নিজেরা নিজেদের মতো করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে নিরলস কাজ করে যাচ্ছে। এজন্য ক্লাবের সব সদস্যদের অভিনন্দন জানান। এবছরের প্রেসিডেন্ট রোটা. ওমর ফারুক ও তার টিম ক্লাবকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে এ আশা ব্যক্ত করেন।
এরপর ক্লাবের নিয়মিত পাক্ষিক সভা ও চলতি বছরের ক্লাবের প্রথম সার্ভিস প্রোজেক্ট আগামি ২৭ জুলাই গ্রামীণ কল্যাণ জোবরা শাখায় মাদার এন্ড চাইল্ড কেয়ার মাস উপলক্ষে হেলথ ক্যাম্পে ও বৃক্ষরোপণ কর্মসূচি করার পরিকল্পনা হাতে নিয়েছে। আজকের ক্লাব মিটিং এ সার্ভিস প্রজেক্ট প্রথম উপস্থিতির জন্য রোটা. সিপি মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু ও রাফেল ড্রতে পিপি মোহাম্মদ সাহাদৎ হোসেন পুরস্কৃত হন।

০৯ জুলাই, ২০২৪।