রোটারী গভর্নরের মতলব রোটারী ক্লাব পরিদর্শন


বিশ্বকে পোলিওমুক্ত করতে রোটারীর অবদান অবিস্মরণীয়
……. ডিস্ট্রিক্ট গভর্নর আতাউর রহমান পীর

মতলব দক্ষিণ ব্যুরো
রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের গভর্নর রোটা. প্রিন্সিপাল লে. কর্নেল (অব.) আতাউর রহমান পীর বলেছেন, বিশ্বকে পোলিও মুক্ত করতে রোটারীর অবদান অবিস্মরণীয়। এ কারণেই রোটারী ক্লাবের গুরুত্ব অনেক বেশি। আমাদের দেশে ও সারাবিশ্বে রোটারী ক্লাব সামাজিক ও উন্নয়নমূলক কাজে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রামের হতদরিদ্র ও নির্যাতিত মানুষের পাশে রয়েছে রোটারী ক্লাব।
তিনি বলেন, রোটারী ক্লাব অব মতলবের কার্যক্রম দেখে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই ক্লাবের সব কর্মকাণ্ডই আমাকে মুগ্ধ করেছে। আগামি দিনে রোটারী ক্লাব অব মতলব সব ক্ষেত্রে ভূমিকা রাখবে। আমি এই ক্লাবের সার্বিক উন্নতি কামনা করছি। গতকাল মঙ্গলবার পরিদর্শনকালে এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।
মতলব রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটা. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডেপুটি গভর্নর রোটা. সাইফুল ইসলাম লেনিন, রোটা. মাজহারুল ইসলাম, এসিট্যান্ট গর্ভনর রোটা. মফিজ উদ্দিন সরকার, মতলব রোটারী ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটা. ডা. একেএম মাহবুবুর রহমান, আইপিপি রোটা. আফরোজা খাতুন, রোটা. ডা. নুসরাত জাহান মিথেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাব সেক্রেটারী রোটা. শ্যামল চন্দ্র দাস। রোটারী প্রত্যয় পাঠ করেন ক্লাবের কোষাধ্যক্ষ রোটা. মনির হোসেন।
অনুষ্ঠানের শুরুতেই গভর্নর রোটা. আতাউর রহমান পীরকে ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটা. গোলাম সারওয়ার সেলিম, জয়েন্ট সেক্রেটারী রোটা. রেদওয়ান আহমেদ জাকির, সার্জেন্ট এন্ড আর্মস রোটা. নুরুন্নাহার বকুল, রোটা. কিশোর কুমার ঘোষ, রোটা. উত্তম কুমার ঘোষ, রোটা. ডা. আয়েশা সুলতানা ও রোটা. হেদায়েত উল্লাহ।
অনুষ্ঠানে ৩ জনকে  রোটারী পিন পরিয়ে সদস্যভুক্ত করেন গভর্নর রোটা. প্রিন্সিপাল লে. কর্নেল (অব.) আতাউর রহমান পীর। এরা হচ্ছেন- রোটা. ফারহানা আক্তার রুমা, রোটা. মো. কামাল উদ্দিন ও রোটা. মো. আব্দুল আজিজ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাস্ট প্রেসিডেন্ট রোটা. মহসিন রহমান, রোটা. কামাল উদ্দিন ভূঁইয়া, রোটা. নিয়াদ খাঁন প্রমুখ। এর আগে তিনি মতলব রোটারী ক্লাবের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। পরে মতলব সরকারি ডিগ্রি কলেজের ২ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

০২ অক্টোবর, ২০১৯।