রোটারী পিকনিক ‘মেঘনা বিলাস’ জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান ও সিভিল সার্জনের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান ও সিভিল সার্জনের সাথে রোটারী জেলা পিকনিক মেঘনা বিলাস-২০১৯ এর কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় সিভিল সার্জন অফিস, দুপুর দেড়টায় জেলা পরিষদ অফিস, আড়াইটায় পুলিশ সুপার অফিস ও ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় রোটারী জেলা পিকনিক আয়োজনে তাঁদের সম্পৃক্তকরণের নানা দিক তুলে ধরা হয়।
দুপুর ১২টায় চাঁদপুর সিভিল সার্জনের অফিসে ভারপ্রাপ্ত সিভিল সার্জন আইপিপি রোটারিয়ান ডা. একেএম মাহাবুবুর রহমানের সাথে মতবিনিময় করেন পিকনিক কমিটির নেতৃবৃন্দ। রোটারী জেলা পিকনিক মেঘনা বিলাস-২০১৯ এর চীফ কো-অর্ডিনেটর পিপি রোটারিয়ান কাজী শাহাদাত পিকনিক আয়োজনে স্বাস্থ্য বিষয়ক নানা দিক তুলে ধরে সিভিল সার্জনের সহযোগিতার কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট গভর্নর পিপি রোটারিয়ান জামাল হোসেন, পিপি রোটারিয়ান মফিজ সরকার, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সচিব (২০১৯-২০) রোটারিয়ান রহিমা বেগম প্রমুখ।
দুপুর দেড়টায় জেলা পরিষদ চেয়ারম্যান ও চাঁদপুর রোটারী ক্লাবের সদস্য রোটারিয়ান আলহাজ ওচমান গনি পাটওয়ারী সাথে মতবিনিময় করেন রোটারী পিকনিক কমিটির নেতৃবৃন্দ।
এসময় পিকনিকের চীফ কো-অর্ডিনেটর পিপি রোটারিয়ান কাজী শাহাদাত রোটারী পিকনিক আয়োজন ও সারা দেশে চাঁদপুরের ভাবমূর্তি উজ্জল করার জন্য নানা প্রস্তাব দেন। রোটারিয়ান আলহাজ ওচমান গনি পাটওয়ারী জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
আড়াইটায় পুলিশ সুপার মো. জিহাদুল কবির বিপিএম, পিপিএম’র সাথে এবং ৩টায় জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান পিএএ’র সাথে মতবিনিময় করেন নেতৃবৃন্দ।
পুলিশ সুপার মো. জিহাদুল কবির পিকনিক আয়োজনে পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা সহযোগিতার আশ্বাস দেন।
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান পিএএ বলেন, রোটারীর মতো একটি আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠানের এতো বড় একটি অনুষ্ঠান আয়োজনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। পিকনিক উপলক্ষে ‘সিটি অব হিলসা’ চাঁদপুরের সুনাম যেনো দেশময় ছড়িয়ে পড়ে।
এসময় উপস্থিত ছিলেন রোটারী জেলা পিকনিক কমিটির চেয়ারম্যান পিপি রোটারিয়ান শেখ মনির হোসেন বাবুল, এসিস্ট্যান্ট গভর্নর পিপি রোটারিয়ান জামাল হোসেন, পিপি রোটারিয়ান মফিজ সরকার, আইপিপি রোটারিয়ান মানিক জমাদার, চাঁদপুর রোটারী ক্লাবের ডিরেক্টর রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সচিব (২০১৯-২০) রোটারিয়ান রহিমা বেগম প্রমুখ।
উল্লেখ্য, আগামি ২২ ফেব্রুয়ারি চাঁদপুরে রোটারী জেলা-৩২৮২ (বাংলাদেশ) এর পিকনিক ও নদী ভ্রমণ ‘মেঘনা বিলাস-২০১৯’ অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন জেলার রোটারিয়ান ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেবেন। পিকনিক ও নদী ভ্রমণ ‘মেঘনা বিলাস-২০১৯’ আয়োজন করছে চাঁদপুর ও চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব।