রোটারী ফাউন্ডেশনে কন্ট্রিবিউটরদের চাঁদপুর রোটারী ক্লাবে সংবর্ধনা

 

স্টাফ রিপোর্টার :

গত শুক্রবার চাঁদপুর রোটারী ক্লাবে রোটারী ফাউন্ডেশনে যারা কন্ট্রিবিউট করেছেন তাদের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়। ক্লাবের নিয়মিত সভায় চলতি রোটারী বর্ষে এমপিএইচএফ, পিএইচএফ এবং আরএফএসএম হিসেবে যারা কন্ট্রিবিউট করেছেন তাদের সম্মানিত করতে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

ক্লাবের সভাপতি রোটারিয়ান দেওয়ান আরশাদ আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারী রোটারিয়ান শাহেদুল হক মোর্শেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারী জেলা-৩২৮২-এর লেফটেনেন্ট গভর্নর রোটারিয়ান পিপি কাজী শাহাদাত পিএইচএফ, অ্যাসিস্টেন্ট গভর্নর রোটারিয়ান পিপি তমাল কুমার ঘোষ, রোটারিয়ান পিপি জাকির হোসেন খান, রোটারিয়ান পিপি আলহাজ আবুল কাশেম গাজী পিএইচএফ, প্রেসিডেন্ট ইলেক্ট (২০১৮-১৯) রোটারিয়ান সাইয়েদুল ইসলাম বাবু পিএইচএফ, প্রেসিডেন্ট নমিনি (২০১৯-২০) রোটারিয়ান শেখ মো. মঞ্জুরুল কাদের সোহেল আরএফএসএম, সার্জেন্ট-অ্যাট-আর্মস্ রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন এমপিএইচএফ প্রমুখ।

অনুষ্ঠানে রোটারিয়ান মাহবুবুর রহমান সুমনকে গভর্নরের দেয়া পিএইচএফ পদবীর ক্রেস্ট তুলে দেন রোটারী জেলা-৩২৮২-এর লেফটেনেন্ট গভর্নর রোটারিয়ান পিপি কাজী শাহাদাত পিএইচএফ, সভাপতি রোটারিয়ান দেওয়ান আরশাদ আলী ও সেক্রেটারী রোটারিয়ান শাহেদুল হক মোর্শেদসহ অন্যরা। পরে আরএফএসএম পদবীপ্রাপ্ত রোটারিয়ানদের হাতে উপহার তুলে দেয়া হয়।

আরএফএসএম পদবীপ্রাপ্তরা হচ্ছেন : রোটারিয়ান তমাল কুমার ঘোষ, রোটারিয়ান জাকির হোসেন, রোটারিয়ান দেওয়ান আরশাদ আলী, রোটারিয়ান শাহেদুল হক মোর্শেদ, রোটারিয়ান শেখ মঞ্জুরুল কাদের সোহেল, রোটারিয়ান সূর্য কুমার নাথ, রোটারিয়ান মো. খোরশেদ আলম কাঞ্চন, রোটারিয়ান হযরত আলী, রোটারিয়ান পলাশ মজুমদার, রোটারিয়ান ডা. পীযুষ কান্তি বড়–য়া, রোটারিয়ান মো. রফিকুর রহমান, রোটারিয়ান রিপন সাহা, রোটারিয়ান উজ্জ¦ল হোসেন, রোটারিয়ান কুমার গৌরব, রোটারিয়ান মো. আলী জিন্নাহ, রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, রোটারিয়ান সদর উদ্দিন, রোটারিয়ান মোহাম্মদ ইয়াসিন ইকরাম, রোটারিয়ান মানিক কর্মকার, রোটারিয়ান হাবিবুর রহমান ও রোটারিয়ান গোপাল চন্দ্র সাহা। এছাড়া রোটারিয়ান শাহানা ইসলামকে টিআরএফে নূন্যতম কন্ট্রিবিউশনের জন্যে গভর্নরের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।

উল্লেখ্য, চাঁদপুর রোটারী ক্লাবের সার্জেন্ট-অ্যাট-আর্মস্ রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন আরএফএসএম ও পিএইচএফ পদবী পাওয়ার পর এমপিএইচএফ পদবীও লাভ করেন।