আল আমিন ছৈয়াল
চাঁদপুর সদর উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ডস্থ জমাদার ব্রিজ সংলগ্ন ওয়াপদা রোডের পূর্ব পাশে থাকা আল মদিনা স্টোর নামে একটি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনাটি ঘটে গত বুধবার রাত পৌনে ৮টায়। যাতায়াতরত বিভিন্ন গাড়ির চালক ও যাত্রীরা আগুনের লেলিহান শিখা দেখে তাদের ডাক-চিৎকারে আশপাশের মানুষজন এসে যে যার মত করে পাশের পুকুর থেকে পানি এনে আগুন নিভানোর চেষ্টা করে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দলে ততক্ষণে আগুনে পুড়ে সব ছাই হয়ে যায়। পড়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
দোকান মালিক ওচমান হাওলাদার বলেন, প্রচুর শীত পড়ে তাই প্রতিদিনের মত দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। যাওয়ার ১০ মিনিট পড়েই রাস্তা থেকে ডাক চিৎকার শুনা গেলে দৌঁড়ে এসে দেখি আমার দোকান পুড়ে যাচ্ছে। আমি কী করবো কোথায় যাবো কোন দিক খুঁজে পাচ্ছি না। এসময় আমার দোকানের চার পাশের মানুষ জন ও পথচারীরা এসে আগুন নিভানোর কাজে সহযোগিতা করে। সে কান্নাজড়িত কণ্ঠে আরো জানায়, আমি দীর্ঘ ১১ বছর ধরে এখানে ব্যবসা করে আসছি। আমরা গরিব মানুষ, আমার বাবাও নেই, আমিই একা। আমার স্ত্রী আর ১টি মেয়ে নিয়ে কোন রকম ডাল-ভাত খেয়ে আছি। এখনত পুড়ে সব শেষ। আমার সাথে কারো কোন বিরোধ নেই। ভাঙ্গাটিন সিডে একটি দর্জি দোকান দেই। এই দর্জি দোকানেই জুতাসহ কিছু কসমেটিকস মালামাল উঠায়। সব পুড়ে শেষ। এটাই ছিলো আমার স্বপ্ন, পুড়ে যাওয়া স্বপ্নের ব্যবসা এখন পুড়ে যাওয়া কপাল হয়ে গেলো।
সে আরো বলে, পুড়ে যাওয়া দোকানে থাকা মালামাল গুলো হলো ডিজিটাল সেলাই মেশিন ৩টা, পায়ের চাপ মেশিন ২টা, ওভার লক ডিজিটাল মেশিন ১টা, পুরুষ ও মহিলা দের বিভিন্ন ডিজাইনার কাপড় ছিলো। সে কাপড়গুলোও পুড়ে ছাই হয়ে যায়। দোকানে মাল ক্রয় করা বাবদ নগদ ৬৩ হাজার টাকাও পুড়ে যায়। কত ঋন, ধাড় দেনা করে টাকা এনে দোকানে মাল এনেছি। এক দিকে দোকান পুড়ে শেষ, অন্যদিকে এনজিও ব্যাংক ও মানুষের কাছে ঋন হয়ে আছি। কীভাবে পরিশোধ করবো আল্লাহ জানেন। সরকারের কাছে থেকে আর্থিক সহযোগিতা পেলে হয়তো পুনরায় ব্যবসা করতে পারবো।
ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে বলেন, দোকান এবং দোকানের মালামালসহ প্রায় ৫ লক্ষাধিক টাকা। এসময় স্থানীয়রা বলেন, দোকান মালিক ওচমান হাওলাদার একজন গরিব মানুষ। এটার ওপর তার জীবিকা নির্বাহ এবং সংসার চালান। সব পুড়ে এখন সে নিঃস্ব হয়ে গেলো, তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
২২ ডিসেম্বর, ২০২৪।