লক্ষ্মীপুরে মা ইলিশ রক্ষার্থে জনসচেতনতামূলক সভা


স্টাফ রিপোর্টার
মা ইলিশ সংরক্ষণ অভিযান ৯-৩০ অক্টোবর প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা ও বন্ধ রাখা উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা লক্ষীপুর ইউনিয়নে জনসচেতনতামূলক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশিদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. সেলিম খান।
৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজি খোকন রাড়ীর সভাপতিত্বে এবং ইউনিয়ন পুলিশিং কমিউনিটির সভাপতি মো. সায়েদ আলী আখনের পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি সচিব মো. আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আশিকুর রহমান, উপজেলা ইকোফিস একান্ত গভেষনা সহযোগী কিংকর চন্দ্র শাহা, হরিণা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. রায়হান, এএসআই মো. রফিকুল, উপজেলা মৎস্যজীবী সমিতি প্রতিনিধি মো. তছলিম বেপারী, ইউপি সদস্য আ. কাদের ফয়েজ কাজী, মো. হোসাইন বেপারী, নান্নু হাজি, জলিল মাঝি, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জহির হাওলাদার, সাধারণ সম্পাদক ফারুক মাঝি, ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. সফিকুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আরিফ হোসেন শেখ, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ।
জেলেদের মধ্যে বক্তব্য রাখেন মো. নাছির গাজি। অনুষ্ঠানের শুরুতে দোয়া পরিচালনা করেন মাওলানা আ. বাকি।

০৬ অক্টোবর, ২০১৯।