আল-আমিন ছৈয়াল
চাঁদপুর সদর উপজেলা লক্ষ্মীপুর কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ ড. সৈয়দ আহম্মেদ খান (রতন)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছায়েদ আলি আখনের পরিচালনায় বক্তব্য রাখেন মো. জুলফিকার উকিল, আলি হোসেন খান, মো. ইকবাল হোসেন মৃধা, ডা. লুৎফুর রহমান খান।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সব শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষার্থীরা। পরে বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
- Home
- শিক্ষা ও সাহিত্য
- লক্ষ্মীপুর কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ