লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে বিএনপির সম্মেলন

অন্তঃকোন্দল থাকলে তাদের স্থান জেলখানায়
………..শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ এপ্রিল) বিকেলে বহরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে জাকজমকপূর্ণভাবে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি তাঁর বক্তব্যে বলেন, জনগণের কল্যাণে কাজ করতে হবে। নিজেদের মধ্যে অন্তঃকোন্দল থাকলে তাদের স্থান হবে জেলখানায়। যা এই ইউনিয়নের অনেক নেতাকর্মী জানেন। ২০০১ সালে বিপুল ভোটে এই ইউনিয়নে বিএনপি নির্বাচিত হয়েছে। আগামি নির্বাচনেও একইভাবে বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হবে। এজন্য দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরো বলেন, তারণ্যের অহংকার তারেক রহমান ও বেগম খালেদা জিয়া স্বচ্ছ রাজনীতি পছন্দ করেন। জাতীয়তাবাদী দলের সদস্যরা না থাকলে ৫ আগস্টের পর একজন আওয়ামী লীগ কর্মীকেও পুলিশ ধরতে পারতো না। কেউ যেন আপনাদের কাঁধে ভর করে বিশৃঙ্খলা না করতে পারে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। আমরা চাই না বালু সেলিম আর তৈরি হোক। আওয়ামী লীগ ছাত্রলীগ বানিয়ে দেশে অরাজকতা করেছে। প্রধান শিক্ষক ও শিক্ষকদের পিটিয়েছে, লাঞ্ছিত করেছে, মাদক সেবন করিয়েছে। আর তারেক রহমান স্কুলে-স্কুলে ছাত্রদলের কমিটি করার নির্দেশ দিয়েছে। তারা স্কুলের খেলার মাঠ, লাইব্রেরীসহ বিভিন্ন সমস্যা নিয়ে পৌর ও থানা কমিটির সাথে সমন্বয় করবে। আর পৌর ও থানা কমিটির নেতৃবৃন্দ তাদের সমস্যাগুলো সমাধানে ইউএনওসহ বিভিন্ন দপ্তরের সাথে কথা বলে সমাধান করবেন।
মা-বোনদের উদ্দেশে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমাদের দেশের ৫২ শতাংশ ভোটার নারী। চাকরি দেয়ার নামে কোন ধরনের প্রলোভনে আপনারা পড়বেন না। ৩১ দফা জনগণের বন্ধু। এই দফা জনগণের কথা বলে। আমাদের মহিলা দলের নেতৃবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে এই ৩১ দফার কথা জনগণের কাছে তুলে ধরবেন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম। বিশেষ বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার। উদ্বোধকের বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন।
লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম ভূঁইয়া নুরুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল ও সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালী।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শহীদ বেপারীর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদের বেপারী, সমন্বয়ক ও চাঁদপুর সদর উপজেলা উপজেলা বিএনপির সদস্য মাসুদ পারভেজ বাবু পাটওয়ারী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ খান, লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুমন আহমেদ ভূঁইয়া ও সদস্য নাছির খান। জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের শুরু হয়।
সবশেষ লক্ষীপুর মডেল ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন। ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি সুমন আহম্মেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক শহীদ বেপারী, যুগ্ম সম্পাদক গফুর বেপারী, নাছির খান, সাংগঠনিক সম্পাদক বাদল খানের নাম ঘোষণা করেন। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন করে জাসাসের শিল্পীরা।

২০ এপ্রিল, ২০২৫।