লামচরী ব্রহ্মানন্দ যোগাশ্রমে গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলন

মতলব দক্ষিণ ব্যুরো
প্রতি বছরের মতো মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের চরচাঁদপুর লামচরী গ্রামের ব্রহ্মানন্দ যোগাশ্রমে ৮৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ব শান্তি গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
ধর্ম সভায় সভাপতিত্ব করবেন মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ। আগামি ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মহা গীতাযজ্ঞ অনুষ্ঠান। যজ্ঞানুষ্ঠানে যজ্ঞে পৌরহিত্য করবেন আন্তর্জাতিক শংকর মঠ ও মিশন সীতাকুন্ডের অধ্যক্ষ যোগাচার্য্য স্বামী তপনানন্দ গিরি মহারাজ। এছাড়া বিভিন্ন মঠাশ্রমের মহাত্মা মহারাজবৃন্দ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সবার উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছন মন্দিরের সাধারণ সম্পাদক সমরেশ চন্দ্র হালদার।