
স্টাফ রিপোর্টার
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) প্রকল্পের উদ্যেগে চাঁদপুর সদর উপজেলার লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয়ে বাল্যবিয়ে নির্মূলকরণে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে একযোগে ৬ শতাধিক শিক্ষার্থী লালকার্ড প্রদর্শন করেন। গত সোমবার দিনব্যাপী নলেজ ফেয়ার অনুষ্ঠিত হয়।
নলেজ ফেয়ার এ বিতর্ক, চিত্রাংকন, রচনা, কুইজ প্রতিযোগিতা ও বাল্যবিয়ে সাইবার বুলিং রোধে লাল কার্ড প্রদর্শন এবং শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় মেজনিন প্রকল্প আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাওছার আহম্মেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহজাহান প্রধান, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক কালাচাঁদ দাস অসিত, জুনিয়র সেক্টর স্পেশালিষ্ট মো. আফসার উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও প্রায় ৬ শতাধিক শিক্ষার্থীরা। পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
