স্টাফ রিপোর্টার
ট্রাফিক আইন, ইভটিজিং ও সোস্যাল মিডিয়া সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে গতকাল দুধবার দুপুর ২টায় ছাত্রীদের উপস্থিতিতে লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী।
তিনি তার বক্তব্যে বলেন, নিজেদের আগে সচেতন হতে হবে। কারণ ইভটিজার তোমার আমার ভাই বা আত্মীয়-স্বজন। তোমাদের কোন ছেলে উত্যক্ত করলে পুলিশকে জানাবে। তাহলে পুলিশ ব্যবস্থা নিতে পারবে। তাই তোমরা এ বিষয়টি লুকায়িত রাখবে না তাহলে ইভটিজাররা আরো বেশি প্রশ্রয় পাবে। তোমরা হয়রানির শিকার হলে ‘৯৯৯’ এ ফোন করলে দ্রুততম সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছবে।
তিনি আরো বলেন, কোনভাবেই এফবিতে অপরিচিত কারো সাথ ফ্রেন্ডশিপ করবে না। অপরিচিতের সাথে সম্পর্কের কারণে তুমি ও তোমার পরিবার হয়রানি হবে। আমি মনে করি তোমরা সচেতন হলে জীবনে কোন সময়ে বিপদে পড়বে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি দাস, নতুন বাজার ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর সিরাজুল মোস্তফা, সার্জেন্ট সুব্রত মল্লিক, এসআই মো. ইসমাইল হোসাইন জুয়েল, শিক্ষক আবু সায়েম প্রমুখ।
১৮ জুলাই, ২০১৯।