শরীয়তপুরে ওলামা-মাশায়েখ সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোহিঙ্গাদের স্থায়ীভাবে প্রত্যাবর্তনে কাজ করছে সরকার

মাহবুবুর রহমান, শরীয়তপুর :
শরীয়তপুর জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কর্তৃক জঙ্গিবিরোধী ওলামা-মাশায়েখ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর পুলিশ লাইন মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, রোহিঙ্গাদের স্থায়ীভাবে প্রত্যাবর্তনের জন্য কাজ করছে সরকার। ইসলামের নীতি ও আদর্শ শান্তির পক্ষে। জঙ্গির বিরুদ্ধে ইসলামের আদর্শ। জঙ্গিবাদ ইহুদিরা তৈরি করেছে, কিন্তু জঙ্গিবাদে মুসলমানরা বিপদগামী হয়ে পরছে। তাই জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আদর্শ প্রচার করতে হবে প্রতিটি সমাজে, মসজিদে-মসজিদে এবং মুসলমানকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যুব সমাজ যাতে ভুল পথে না যায় সেদিকে সচেতন মুসলমানদের খেয়াল রাখতে হবে।
শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল ইসলাম বিপিএম, পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. নাভানা আক্তার, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোহা. শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহবুবা আক্তার, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌর মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল ও ওলামা নেতা হাফেজ শওকত আলী।
সমাবেশে শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলার সব মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, অধ্যক্ষ এবং ইমামরা উপস্থিত ছিলেন।