শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে চাঁদপুরে আলোচনা সভা ও দোয়া

জিয়াউর রহমানের ২৯ দফার ধারাবাহিকতায় তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়েছেন
………… শেখ ফরিদ আহমেদ মানিক

এস এম সোহেল
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে চাঁদপুর জেলা বিএনপি। রোববার (১৯ জানুয়ারি) সকালে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, ১৯৩৬ সালে জিয়াউর রহমানের জন্ম না হলে আজ বাংলাদেশ গণতন্ত্র মুক্ত হতো না। জিয়াউর রহমানের হাতে গড়া একটি দল প্রতিষ্ঠা করেছে। সেই দলের নাম জাতীয়তাবাদী দল। সেই জাতীয়তাবাদী দল জনগণকে সাথে নিয়ে ১৫ বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করে দ্বিতীয় স্বাধীনতার কাছাকাছি দেশকে নিয়ে গেছেন। পরবর্তীতে ছাত্র-জনতা ও আমাদের জাতীয়তাবাদী সবার সহযোগিতায় আমরা দ্বিতীয় স্বাধীনতার অর্জন করেছি।
তিনি আরো বলেন, জিয়াউর রহমানের ২৯ দফার ধারাবাহিকতায় আমাদের তারুণ্যের প্রতীক তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এতো বিচক্ষণ ছিলেন, আশেপাশের দেশগুলো চিন্তা করেছেন তাকে বাঁচিয়ে রাখা হয়, তাহলে বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না। এ কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আশপাশের দেশ হাসিনার দোসরদের দিয়ে হত্যা করেছে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোটি কোটি আদর্শ দিয়ে গেছেন। তারা সাধারণ জনগণের পাশে থেকে আজ বাংলাদেশকে এ জায়গায় নিয়ে এসেছে। শহীদ জিয়াউর রহমানকে দেশের মানুষ শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করেন। আমরা সেই নেতার কর্মী, আমরা গর্ববোধ করি।
শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, আজ যারা বড় বড় কথা বলেন, তারা কোথায় ছিলেন ১৯৭১ সালে আর প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোথায় ছিলেন। গত ১৫ বছর ইতিহাসকে একটি মিথ্যা ইতিহাসে পরিণত করেছে। সঠিক কোন ইতিহাস বই-পুস্তকে লেখা হয়নি। এখন সেই সময় এসেছে সঠিক কথগুলো বই-পুস্তকে আবার লিপিবদ্ধ করা হবে। যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা কেউ জিয়াউর রহমানকে খাটো করে কথা বলেন না। অথচ জিয়াউর রহমান ঘোষণা না দিলে স্বাধীনতা যুদ্ধ হতো না। কালুরঘাট বেতার কেন্দ্রে থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা সবাই শুনেছে। জিয়াউর রহমান যেমন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তেমনি ৫ আগস্টের আন্দোলন পরিচালনা করেছেন তারেক রহমান।
নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর তার ঘরে একটি জায়নামাজ ছাড়া আর কিছু পাওয়া যায়নি। আজ তারেক রহমানের নামে সারাবিশ্বে শেখ হাসিনার কিছু পা-চাটারা বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। ৫ আগস্টের পর আদালত থেকে ন্যায়বিচারের মাধ্যমে সব বেরিয়ে এসেছে। কোথাও তারেক রহমানের ১০ টাকার দুনীতি দেখাতে পারেনি। তাঁর শরীরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত প্রবাহিত হচ্ছে। নেতাকর্মীদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আগামিতে এই রাষ্ট্রকে পরিচালনা করবো। যদি দায়িত্ব আমরা পাই সবাই মিলে এই রাষ্ট্র পরিচালনা করবো। কোন দুর্নীতি আমরা কেউ করবো না এবং কাউকে করতে দেবো না। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আমরা বলিয়ান হয়ে এদেশকে এগিয়ে নিয়ে যাবো।
চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, সিনিয়র যুগ্ম সম্পাদক সেলিমুস ছালাম, সহ-সভাপতি ডিএম শাহাজাহান, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্মদ জহির উদ্দিন বাবর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজালাল মিশন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হযরত আলী ঢালী, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা তাঁতী দল সদস্য সচিব মজিবুর রহমান লিটন, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী প্রমুখ।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্যাহ।

২০ জানুয়ারি, ২০২৫।