শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক বর্তমানেও বুদ্ধিজীবীদের হত্যা করার ষড়যন্ত্র অব্যাহত রয়েছে

গতকাল বৃহস্পতিবার বিজয় মেলা মঞ্চে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। -ইল্শেপাড়

 

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘৭১-এর পরাজিত শক্তিরা দেশের বর্তমানের বুদ্ধিজীবীদেরও হত্যা করার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তিনি বলেন, যারা দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা যেভাবে এগিয়ে যাচ্ছে সে হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের আগেই দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। যা পাকিস্তান কল্পনাও করতে পারবে না।

১৪ ডিসেম্বরের সব শহীদ বুদ্ধিজীবীদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করে বলেন, বর্তমান তরুণ সমাজ অতি মেধাবী এবং তারা প্রতিনিয়ত দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছে। কিন্তু তবুও ১৪ ডিসেম্বরে হারানো বুদ্ধিজীবীদের শহীদ হওয়ার ক্ষতি দেশ আজও পরিশোধ করতে পারেনি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. শওকত ওচমান সভাপতিত্বে ও পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলোয়ার হোসেন। আলোচনা করেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএ মতিন মিয়া, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, জেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম, যুদ্ধকালীন বিএলফ কমান্ডার হানিফ পাটওয়ারী, মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মহসিন পাঠান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার,  মুক্তিযুদ্ধের সংগঠক জীবন কানাই চক্রবর্ত্তী, জেলা আওয়মী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মুজিবুর রহমান, জেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক মাহফুজুর রহমান টুটুল ও জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু।

আলোচনা সভার আগে বিকেল ৫টা থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রেক্ষাপট ও ঘটনা প্রবাহ তুলে ধরে একটি ডকুমেন্টরী প্রদর্শন করেন পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। এ সময় সুধীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকসহ শত-শত মানুষ  উপস্থিত ছিলেন।