শাহআলম মিজি ও খোকন মিজির মায়ের কুলখানি অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার
জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক শাহআলম মিজি ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খোকন মিজির মায়ের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বাদ জোহর চাঁদপুর রেলওয়ে দারুল উলুম ইসলামীয়া মাদরাসা মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাও. মুফতি আবু সায়েদ। এর আগে সকালে শাহআলম মিজির মায়ের রুহের বাড়িতে মাগফেরাত কামনায় কোরআন খানি ও দোয়া করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেওয়ান মো. সফিকুজ্জামান, কেন্দ্রিয় জাতীয় পার্টির সদস্য প্রকৌশলী শওকত আখন্দ আলমগীর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম মন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, নৌ-থানার অফিসার ইনচার্জ আবু তাহের খান, ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী আহম্মদ সরকার, পৌরসভার মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াস, জেলা জাতীয় পার্টির নেতা ইব্রাহিম দেওয়ান স্বপন, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল হাসেন দর্জি, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. সফিকুল ইসলাম, পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল-৭ এর সভাপতি সাংবাদিক শাহআলম মল্লিক, সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম রেজা, চাঁদপুর রেলওয়ে দারুল উলুম ইসলামীয়া মাদরাসা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজ চোকদার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক শামছুল আলম সূর্য, শহর জাতীয় পার্টির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসানসহ আরো অনেকে।
পরিবারের লোকজনের মধ্যে আরো উপস্থিত ছিলেন মরহুমার আরেক ছেলে সেলিম মিজি, নাতি ওসমান খান, রাসেল মিজি, ইমরান সরকার, সিয়ামসহ আত্মীয়-স্বজন।
উল্লেখ্য, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক শাহআলম মিজি ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খোকন মিজির মা গত বুধবার সন্ধ্যায় শহরের উত্তর শ্রীরামদী মাদরাসা রোডের বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। ঐদিন বাদ এশা জানাজা শেষে তাকে দাফন করা হয়।

১২ সেপ্টেম্বর, ২০১৯।