অসুস্থ ‘৭০ দশকের চাঁদপুর কলেজের তুখোড় ছাত্রনেতা
স্টাফ রিপোর্টার
দীর্ঘদিন যাবত অসুস্থ ‘৭০ দশকের চাঁদপুর কলেজের তুখোড় ছাত্রনেতা ও চাঁদপুর সরকারি কলেজ সংসদের সাবেক ভিপি, অসুস্থ মো. শাহজাহান চোকদারের চিকিৎসার্থে অর্থ সহায়তা নিয়ে
তার পাশে দাঁড়িয়েছেন চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ। চাঁসক শিক্ষক পরিষদের পক্ষ থেকে ‘৭০ দশকে শত বাধা অতিক্রম করে আওয়ামী লীগের প্যানেল থেকে শাহজাহান চোকদার ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি ‘৯০ দশকের দিকে ঐতিহ্যবাহী চাঁদপুর পৌরসভার কমিশনার নির্বাচিত হন সর্বোচ্চ ভোট পেয়ে। তখন তিনি চাঁদপুর পৌসভার প্যালেন চেয়ারম্যান পর্যন্ত হয়েছিলেন।
সে তুখোড় ও আপোষহীন ন্যায়পরায়ন ছাত্র সংসদের ভিপি শাহজাহান চোকদারকে আর্থিক সহায়তা প্রদান করে অত্যন্ত মানবিক ও উদারতার পরিচয় দিয়ে চাঁদপুরে এক দৃষ্টান্ত স্থাপন করলেন। বর্তমান এ সময়ে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পরও তিনি দলীয় ব্যনার ও বিভিন্ন পন্থা অবলম্বন করার সুযোগ থাকলে সেদিকে নজর দেননি। তিনি ন্যায় ও নিষ্ঠাবান হওয়ায় দীর্ঘদিন যাবত চুপিসারে বিভিন্ন কঠিন রোগে ভুগেও নিজকে তার আদর্শের বাইরে বিকিয়ে দেননি। তার পরিবার থেকে জানা গেছে, ইতোমধ্যে তিনি বহু অর্থ ব্যয় করে এখন আর পারছেন না চিকিৎসা ব্যয় মিটাতে।
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের উদ্যোগে কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি (১৯৭৭-৭৮) অসুস্থ শাহজাহান চোকদারকে রোববার (২৯ আগস্ট) বিকেলে কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভাকক্ষে চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আনুষ্ঠানিকতা করেন।
এ সময় অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, কলেজ পরিবার শাহজাহান ভাইয়ের পাশে আছে, থাকবে। এজন্য শিক্ষক পরিষদের সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। চাঁদপুর সরকারি কলেজ, এক সময়ের সাহসী সন্তানকে ভুলে যায়নি, যাবে না।
অনুষ্ঠানে কলেজ উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের সরকার, পদার্থবিদ্যা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. ইফতেখার উদ্দিন খান, রসায়ন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন বাহার, শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান, যুগ্ম-সম্পাদক ও প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক সেলিনা পারভীন, অর্থ সম্পাদক ও ইতিহাস বিভাগের প্রভাষক সুমন মজুমদার উপস্থিত ছিলেন।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোযারী এবং সম্পাদক রহিম বাদশা উপস্থিত থেকে কলেজ পরিবারের এই উদ্যোগের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়া চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের এই উদ্যোগের প্রশংসা এবং কৃতজ্ঞতা জানান সহায়তাপ্রাপ্ত পরিবারের সদস্যরা।
৩০ আগস্ট, ২০২১।
