
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ডিসেম্বর মাস বাঙালি জাতির সবচেয়ে তাৎপর্যপূর্ণ মাস। ১৬ ডিসেম্বর আমরা আমাদের কাক্সিক্ষত বিজয় অর্জন করেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার। সেই স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরো বলেন, শিক্ষা জাতির মেরুদ-। দেশকে শিক্ষিত করতে পারলে দেশকে উন্নত করার সম্ভব। তাই চাঁদপুর জেলা পরিষদ শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। শিক্ষার পাশাপাশি কারিগরি, বিজ্ঞান ও আইসিটির উপর পারদর্শী হতে হবে। জননেত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে দেশকে উন্নত বাংলাদেশ গড়ার কাজে হাত দিয়েছেন।
তিনি বলেন, এ প্রতিষ্ঠানসহ এ এলাকায় অগণিত প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসেন রুশদী। তিনি এ এলাকাকে আলোকিত করে গেছেন। যার ফলে এ এলাকার প্রজন্ম থেকে প্রজন্ম এ সুবিধা ভোগ করছে। শিক্ষিত হওয়ার সুযোগ পাচ্ছে। তারই উত্তরসূরী শিক্ষানুরাগী সাংবাদিক সোহেল রুশদী প্রতিষ্ঠানগুলোর হাল ধরেছেন এবং অত্যন্ত সফলভাবে পরিচালনা করছেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোশাররফ হোসেন তালুকদরের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মো. নুরুল ইসলাম পাটওয়ারী, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রহিম বাদশা, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো. হারুন-অর রশিদ, শাহতলী কামিল (এমএ) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. বিল্লাল হোসাইন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, শাহমাহমুদপুর ইউপির সচিব এমএ কুদ্দুস রোকন ও ইউপি সদস্য ফিরোজা বেগম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শাহতলী বাজার আদর্শ একাডেমীর প্রধান শিক্ষক মাওলানা গিয়াসউদ্দিন, অভিভাবক শহীদ মুন্সি, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থী উম্মে হাবীবা।
বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে জেলা পরিষদ ও তার ব্যক্তিগত তহবিল থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন জেলা পরিষদ চেয়ারম্যান। এর মধ্যে তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের নতুন টিনশেড ভবনের জন্য ব্যক্তিগত তহবিল থেকে দেড় লাখ টাকা অনুদান দেন তিনি।