শাহতলী উবি’র প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা


স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের সাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ জুন বেলা ১১টায় শাহতলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রাক্তান ছাত্র, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. আব্বাস উদ্দিন মল্লিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. শরীফ হোসেন পাটওয়ারী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও কমিটির অর্থ সম্পাদক আবু জাফর তপাদার, মালেক হোসেন মুন্না, তাজুল ইসলাম হাওলাদার, সজীব খান, মো. রফিকুল ইসলাম খোকন মল্লিক, রাজ্জাক মল্লিক, আ. মতিন তপদার ভুট্টু, কামরুল ইসলাম খান, মালেক হোসেন মুন্না, সজীব খান, তাজুল ইসলাম হাওলাদার, মো. মাসুদ পাটওয়ারী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি শরীফ পাটওয়ারী বলেন, শাহতলী উচ্চ বিদ্যালয়ের সুনাম রয়েছে। এ বিদ্যালয়ের অনেক ছাত্র-ছাত্রীদের দেশের বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি উচ্চপদে কর্মরত রয়েছে। এ বিদ্যালয়ের অতীত সুনাম ফিরিয়ে আনার জন্য প্রাক্তন ছাত্র-ছাত্রীদের যার যার অবস্থান থেকে খেয়াল রাখতে হবে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের একত্র করা খুব কঠিন কাজ। তারপরও আমরা উদ্যোগ নিয়েছি, যে যেখান থেকে পারেন পুনর্মিলনী সম্পর্কে সবাইকে জানাতে হবে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী রাজনীতির উর্ধ্বে রাখা হবে। এখানে কোন প্রকার রাজনীতির প্রভাব যাতে না পড়ে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।