শাহমাহমুদপুরে অবৈধ মিনি ড্রেজার উচ্ছেদ

সজীব খান
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে অবৈধভাবে মিনি ড্রেজার দিয়ে মাটি কাটার উচ্ছেদ করা হয়েছে। গত বৃহস্পতিবার (১২ আগস্ট) ইউনিয়নের মান্দারী গ্রাম থেকে অবৈধ এ মিনি ড্রেজার অপসারণ করা হয়। চাঁদপুর সদর উপজেলার উপজেলা ইউএনও সানজিদা শাহনাজের নির্দেশনাক্রমে ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ অবৈধ এ মিনি ড্রেজারের পাইপ অপসারণ করেন ড্রেজার সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।
জানা যায়, মান্দারী গ্রামসহ আশ-পাশের গ্রামে বেশ কিছুদিন ধরে কয়েকটি মিনি ড্রেজার দিয়ে ফসলী জমি নষ্ট করে বিভিন্ন স্থানে মাটি বিক্রি করে একটি মহল। ড্রেজার বসানো স্থানে পাশের জমির মালিকদের বাঁধা উপেক্ষা করে একটি মহল মাটি কেটে আশপাশের ফসলী জমি মারাত্মক হুমকীর মুখে রাখে। বার বার বাঁধা দেওয়ার পর ও ড্রেজার মালিক ও স্থানীয় কিছু দালালের ধৈরত্মের কারণে জমির মালিকরা অসহায় হয়ে পড়ে। দীর্ঘদিন পর অবৈধ মিনি ড্রেজারের পাইপ অপসারণ করে ড্রেজিং বন্ধ করায় স্থানীয় সচেতন মহল সদর উপজেলা ইউএনও সানজিদা শাহনাজ ও ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদকে ধন্যবাদ জানিয়েছে।
ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেন, সদর উপজেলা ইউএনওর নির্দেশনা মতে এ অবৈধ ড্রেজার বন্ধ করা হয়েছে। এখানে আর যাতে ড্রেজিং না করতে পারে, সেজন্য পাইপগুলো অপসারণ করা হয়েছে। তাদের প্রাথমিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।
কোনভাবে যাতে আর সরকার নিষিদ্ধ এ অবৈধ মিনি ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করতে না পারে সেজন্য স্থানীয়রা জেলা প্রশাসক ও সদর উপজেলা ইউএনও হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
১৫ আগস্ট, ২০২১।