সব কর্মকাণ্ডে শাহমাহমুদপুর বিএনপির জোরালো ভূমিকা দেখতে চাই
……….শেখ ফরিদ আহমেদ মানিক
সজীব খান
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের আয়োজনে সদ্যপ্রয়াত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন গাজী, সহ-সভাপতি মো. শাহজালাল বেপারীর রুহের মাগফেরাত কামনা ও তাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় মান্দারী তাজ সুপার মার্কেটের তৃতীয় তলার ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি বলেন, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদল অনেক শক্তিশালী। আগের মত আগামিদিনেও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির জোরালো ভূমিকা দেখতে চাই। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি আরো শক্তিশালী হবে। বিএনপিকে শক্তিশালী করতে হলে নিঃস্বার্থভাবে সব নেতাকর্মীদের কাজ করতে হবে। দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হলে সব পর্যায়ের নেতাকর্মীর মাঠে বিএনপির আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে হবে।
তিনি ছাত্রদলের উদ্দেশে বলেন, ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মী যদি ইউনিয়ন বিএনপির সব প্রয়াত ব্যক্তিদের কবর জিয়ারত করেন, তাহলে মানুষ বিএনপিতে যোগ দিতে উৎসাহ পাবে। বিএনপির প্রচার-প্রচারণা অব্যাহত থাকবে।
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফখরুল আমিনের সুমনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমদাদুল হক মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন মিজি, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আ. রশিদ মাস্টার, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান পাটওয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল সোহেল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম খোকন মল্লিক, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সদস্য বিল্লাল হোসেন বেপারী, চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস বদিউল আলম খান, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক কাদের বেপারী, সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সহ-সভাপতি সরওয়ার আহমেদ গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বাবলু, রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন তালুকদার, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলফাজ উদ্দিন মিয়াজী, বর্তমান সহ-সভাপতি জালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা আবুল হাশেম রুশদী, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলী আরশাদ গাজী, উপজেলা ছাত্রদল নেতা হাবীবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যবদল ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
১৮ অক্টোবর, ২০২০।