
শাহমাহমুদপুর ইউনিয়নের মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। -ইল্শেপাড়
সবার সহযোগিতা পেলে চাঁদপুর থেকে মাদক নির্মূল করা সম্ভব : পুলিশ সুপার
সজীব খান :
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ১ম আন্তঃজেলা মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় শাহতলী উচ্চ বিদ্যালয় মাঠে ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম।
তিনি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুরের মধ্যে শাহমাহমুদপুর ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন হিসেবে সুনাম রয়েছে। এ ইউনিয়নের সুনাম যাতে নষ্ট না হয়, সেজন্য সবাইকে মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদকে না বলতে হবে। এ ইউনিয়নের চেয়ারম্যান একজন দক্ষ চেয়ারম্যান হিসেবে মাদকের বিরুদ্ধে কাজ করছেন।
তিনি আরো বলেন, চাঁদপুরের সবার সার্বিক সহযোগিতা থাকলে মাদক নির্মূল করা সম্ভব হবে। মাদকের পাশাপাশি বাল্যবিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করার জন্য সবাইকে সচেতন হতে হবে। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ কখনো সমাজে শান্তি আনতে পারে না।
তিনি বলেন, চাঁদপুরকে যে কোন মূল্যে মাদক ও বাল্যবিবাহ মুক্ত করা হবে। এজন্য তরুন সমাজকে মাদককে না বলতে হবে। মাদকের বিরুদ্ধে ফুটবল খেলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখবে। এজন্য অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি সব সময় নজর রাখতে হবে। জেলা থেকে মাদক নির্মূলে পুলিশ প্রশাসন ব্যাপকহারে কাজ করছে।
ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালীউল্ল্যাহ, পরিদর্শক মোহাম্মদ হারুনুর রশিদ, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, মেঘনা বার্তার সম্পাদক ও প্রকাশক গিয়াসউদ্দিন মিলন, শাহমাহমুদপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আবুল কাশেম দুলু, সাধারণ সম্পাদক আ. হান্নান খান মিলন, সদর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সালেহ উদ্দিন আহমেদ জিন্নাহ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আ. মতিন তপাদার ভুট্টো, প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি হাজি কামাল, যুবলীগ নেতা কাশেম কারী, জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবির, পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোস্তফা চৌধুরী, সমাজসেবক আ. রশিদ মাস্টার, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম তুষার, শাহতলী জিলানী চিশতী কলেজের প্রভাষক মানিক হোসেন, শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন আল হাসান, শাহমাহমুদপুর ইউনিয়নের সচিব সহকারী আবুল বাশার, ওয়ার্ড মেম্বার নাজির হোসেন, আবু সাঈদ হাওয়লাদার, মনির পাটওয়ারী, শফিক কারী, মোস্তফা খান কাজী কামাল, মুক্তার হোসেন আনোয়ার হোসেন খাকা পাটওয়ারী, কামরুল ইসলাম মোল্লা, নারী মেম্বার ফিরোজা বেগম, বিলকিস আক্তার, পারুল আক্তার প্রমুখ।
ফাইনাল খেলায় ৪নং ওয়ার্ডকে ২-০ গোলে হারিয়ে ৬নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন চাঁদপুর ক্রীড়া সংস্থার রেফারী সেলিম আহমেদ, মাসুদুর রহমান মাসুদ ও নূরে আলম নয়ন।