
শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. হানিফ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়ে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
উপজেলা ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা তুলসী দেবনাথের সভাপতিত্বে এবং টিআই পিন্টু চন্দ্র দাসের পরিচালনায় বিদায়ী সংবর্ধিত অতিথি তার বক্তব্য বলেন, বিগত ১ বৎসর ৫ মাস এ উপজেলায় কর্মকালীন সময়ে এ উপজেলার সর্বস্তরের জনগণের সর্বাত্মক সহযোগিতা ছিল উদার। বিশেষ করে ১টি উপজেলা উপ-নির্বাচন, উপজেলা নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, দুর্গাপূজা, গুজব ও ডেঙ্গু প্রতিরোধে জনকল্যাণ ও কার্যকরভাবে সহযোগিতা করেছেন উপজেলা আনসার কোম্পানী কমান্ডার আ. ছাত্তার মজুমদার, ইউনিয়ন দলনেতা মনোয়ার হোসেন।
তিনি বলেন, আমার চাকরিকালীন সময়ে শ্রেষ্ঠ সময় শাহরাস্তি উপজেলায় কর্মকাল, যা আমার চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আনসার কোম্পানী কমান্ডার আ. ছাত্তার মজুমদার, সুচীপাড়া উত্তর ইউপি দলনেতা মনোয়ার হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দলপতি দলনেত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।