
উন্নয়ন ও অগ্রযাত্রায় বিশ্বের বুকে বাংলাদেশ আজ চির উজ্জ্বল
….মুক্তিযোদ্ধা ফরিদ উল্ল্যাহ চৌধুরী
নোমান হোসেন আখন্দ
‘দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন’ মাদক কে না বলুন, এ প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের কুলশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে এবং কুলশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আলমগীর হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদ উল্ল্যাহ চৌধুরী।
তিনি তার বক্তব্য বলেন, স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন, বিদ্যুৎ সব ক্ষেত্রে দেশ আজ স্বয়ংসম্পূর্ণ। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের আওতায় একটি বাড়ি, একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। এছাড়া কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষায় সরকার ব্যাপক অগ্রগতি অর্জনে সর্ক্ষম হয়েছে। সে লক্ষ্যে উন্নয়ন ও অগ্রযাএায় বিশ্বের বুকে বাংলাদেশ আজ চির উজ্জল স্থান অর্জন করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ূন কবির, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোস্তফা কামাল, টামটা দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি কাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুর রহমান মজুমদার, কুলশী সপ্রাবির প্রধান শিক্ষক ফজিলত পারভীন, সমাজসেবক সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়া সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় উন্নত রাষ্ট্র ও উন্নত জাতি গঠনের লক্ষ্যে ভিশন-২০৪১ বাস্তবায়ন বিষয়ে আলোকপাত করেন।
২৭ আগস্ট, ২০১৯।