নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতি ও সূচীপাড়া উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মজুমদারকে ফুল দিয়ে বরণ ও মতবিনিময় সভায় মিলিত হন ৪ ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি/সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গত শনিবার (১৯ জুন) সন্ধ্যায় সুচীপাড়া উত্তর ইউপির শোরশাক বাজারস্থ কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলার সুচীপাড়া উত্তর, সুচীপাড়া দক্ষিণ, চিতোষী পূর্ব ও চিতোষী পশ্চিম ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে নব-নির্বাচিত উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদারকে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সূচীপাড়া দক্ষিণ ইউপি আওয়ামী লীগ সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মো. আদেল, চিতোষী পশ্চিম ইউপি আওয়ামী লীগ সভাপতি এ এইচ এম শোয়েব দেওয়ান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, চিতোষী পূর্ব ইউপি আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান মানিক, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি রেদোয়ান হোসেন সেন্টু, সুচীপাড়া উত্তর ইউপি আওয়ামী লীগ নেতা মুনসুর আহমেদ, কবির আহমেদ মেম্বার, খোরশেদ আলম, শরিফুল ইসলাম সুরুজ, সুচীপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইমান হোসেন প্রমুখ।
সভায় ৪টি ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২১ জুন, ২০২১।