সম্মেলনকে কেন্দ্র করে দলীয় ফরম পূরণ নিয়ে দ্বন্দ্ব
স্টাফ রিপোর্টার
শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দলীয় ফরম পূরণ নিয়ে বিরোধের জেরে উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ কর্তৃক আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদকসহ ৫ নেতাকে প্রায় ২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। এ ঘটনার কথা স্বীকার করে সাংবাদিকদের জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সম্পাদকসহ নেতৃবৃন্দ।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফরিদ উল্ল্যাহ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল মজুমদার ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু সাংবাদিকদের জানান, উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের মনিটরিং টিমের বৈঠক জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র হাজি আবদুল লতিফের হচ্ছিলো। বৈঠকে জেলা আওয়ামী সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফরিদ উল্ল্যাহ চৌধুরী, জেলা আওয়ামী লীগ সদস্য হুমায়ুন কবির মজুমদার, পৌর মেয়র হাজি আ. লতিফ, প্রবীণ আওয়ামী লীগ নেতা সালেহ আহম্মেদ বিএসসি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টুসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা যুবলীগ আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল ও যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুক দর্জির নেতৃত্বে যুবলীগ নেতৃবৃন্দ সভাকক্ষে প্রবেশ করে যুবলীগ নেতৃবৃন্দকে কেন আওয়ামী লীগের দলীয় পূরণ করতে দেয়া হচ্ছে না- মর্মে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে জানতে চান। এ নিয়ে যুবলীগ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে চরম হট্টগোল সৃষ্টি হয়। এক পর্যায়ে যুবলীগ নেতৃবৃন্দ এ বিষয়ে সঠিক ব্যাখা দেয়ার জন্য চাপ দিয়ে প্রায় ২ ঘণ্টা পর্যন্ত আওয়ামী লীগ নেতৃবৃন্দকে অবরুদ্ধ করে রাখে।
নেতৃবৃন্দ আরো জানান, বিষয়টি কেন্দ্রিয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত মাহবুবুল আলম হানিফ বিষয়টি জানানো হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি/সম্পাদকের ফোনে কথা বলে খোঁজ-খবর নেন। তারা জানান, আমাদের অভিভাবক সংসদ সদস্য দেশে না থাকায় আমরা উনার সাথে যোগাযোগ করতে পারিনি, উনার সাথে যোগাযোগ করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
এছাড়া নেতৃবৃন্দ জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে যুবলীগ নেতৃবৃন্দ গিয়ে ফরম ছিনতাই, ফরম বিতরণে বাঁধা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দকে মারধর করছে। সুচীপাড়া উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় ফরম পূরণ করায় নজরুল ইসলাম মহসিন নামে এক আওয়ামী লীগ নেতাকে বেদম মারধর করে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী। বর্তমানে মহসিন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এছাড়া এ ইউনিয়নের ২টি ওয়ার্ডের দলীয় ফরম ছিনতাই করেন যুবলীগ নেতা তুষার চৌধুরী রাসেল, রেদোয়ান হোসেন সেন্টু, নিজাম উদ্দিন, আজাদ হোসেন, দেলোয়ার হোসেন, রাশেদুল আলম অপু, মিজানুর রহমান জীবনসহ যুবলীগ নেতৃবৃন্দ।
১৪ জুলাই, ২০১৯।