শাহরাস্তিতে ইউপি চেয়ারম্যানদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময়

নোমান হোসেন আখন্দ
শাহরাস্তিতে ইউনিয়ন পর্যায়ে পড়ারফ-১৯, টিকা ক্যাম্পেইন বাস্তবায়ণ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. মো. নাসির উদ্দিন। মঙ্গলবার (৩ আগস্ট) দুপুর ২ টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় ইউনিয়ন চেয়ারম্যানদের মধ্যে মতবিনিময় সভায় অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তোফায়েল আহম্মেদ ইরান, টামটা উওর ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুক দর্জি, টামটা দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. জহিরুল আলম মানিক, রায়শ্রী উত্তর ইউপি চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটন, মেহার উত্তর ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন, মেহার দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন, সুচীপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান ডা. মো. আব্দুর রশীদ, চিতোষী পূর্ব ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর প্রমুখ।
মতবিনিময় সভায় ডা. মো. নাসির উদ্দিন জানান, আগামি ৭ আগস্ট থেকে সপ্তাহব্যাপী কোভিড-১৯ টিকা ক্যাম্পেইনে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রতিদিন প্রতিটি ইউনিয়নের ৩ টি ওয়ার্ডে ৬ শ’ জনকে এ টিকা প্রদান করা হবে। ১ম ধাপের ক্যাম্পেইনে ৭, ৮ ও ১০ আগস্ট প্রতিটি ইউনিয়নে ১৮শ’ ডোজ হারে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৮ হাজার জনকে এ টিকা প্রদান করা হবে। এতে ১০ জন সুপারভাইজার, ৬০ জন টিকাদান কর্মী ও ৯০ জন স্বেচ্ছাসেবক এ টিকাদান ক্যাম্পেইনে দায়িত্বপালন করবেন।
এ টিকাদান ক্যাম্পেইনের সার্বিক মনিটরিংয়ের দায়িত্বে থাকবেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নাসির উদ্দিন।
০৩ আগস্ট, ২০২১।