
সত্য, ন্যায় ও মুক্তিযুদ্ধের চেতনায় ইল্শেপাড় আজ পাঠকপ্রিয়তার শীর্ষে
…………….উপজেলা চেয়ারম্যান মো. ফরিদ উল্ল্যাহ চৌধুরী
বস্তুনিষ্ঠ ও গ্রহণযোগ্য সংবাদ প্রকাশে ইল্শেপাড় তার গৌরব ও ঐতিহ্য ধরে রাখবে
………………..ইউএনও শিরিন আক্তার
শাহরাস্তি ব্যুরো
চাঁদপুরের মাটি ও মানুষের জনপ্রিয় সাড়া জাগানো পত্রিকা দৈনিক ইল্শেপাড় হাঁটি-হাঁটি পা-পা করে গৌরবের ১ যুগ পেরিয়ে ১৪তম বর্ষে পদার্পণ করেছে। এ শুভক্ষণকে ফ্রেমে ধরে রাখতে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় শাহরাস্তি উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
দৈনিক ইল্শেপাড়ের সহ-সম্পাদক মো. মনির হোসেনের সভাপতিত্বে এবং শাহরাস্তি ব্যুরো ইনচার্জ নোমান হোসেন আখন্দের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফরিদ উল্ল্যাহ চৌধুরী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, সমাজের নিপীড়িত, নির্যাতিত, অসহায় মানুষের কথাগুলো দৈনিক ইল্শেপাড় পত্রিকার মাধ্যমে পেয়ে থাকি। সে ধারাবাহিকতায় সত্য, ন্যায় ও মুক্তিযুদ্ধের চেতনায় ইল্শেপাড় আজ পাঠকপ্রিয়তায় শীর্ষে অবস্থান করছে। পত্রিকার এ শুভক্ষণে ইল্শেপাড় পরিবারকে জানাই অভিনন্দন ও তাদের আরো সাফল্য কামনা করছি।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, সমাজের সৃষ্টিশীল কাজের স্বীকৃতি দেয় আমাদের সাংবাদিক সমাজ। সমাজের সব অন্যায়, অবিচার, শোষিত ও নিপীড়িত মানুষের খবর সংবাদপত্রের মাধ্যমে পেয়ে থাকি। আমি আশা রাখবো বস্তুনিষ্ঠ ও গ্রহণযোগ্য সংবাদ প্রকাশে ইল্শেপাড় তার গৌরব ও ঐতিহ্য ধরে রাখবে। আমি পত্রিকাটির সফলতা কামনা করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহজাহান পাটোয়ারী, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী ইঞ্জি. মকবুল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মাসুদ রানা, শিক্ষানুরাগী শেখ বেলায়েত হোসেন সেলিম, পৌর আওয়ামী লীগ নেতা আ. গফুর, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা অনামিকা ভদ্র, মহিলা বিষয়ক কর্মকর্তা আ. আউয়াল, সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, জাকির হোসাইন খান, যুগ্ম-সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ, সহ-সম্পাদক ফয়েজ আহম্মেদ, ইল্শেপাড়ের ম্যানেজার কাম স্টাফ রিপোর্টার মো. আবরার হোসাইন, শাহরাস্তি প্রতিনিধি ইউসুফ আলী, সাংবাদিক দীন মোহাম্মদ মুন্না, সুমন বিশ্বাস, ইমতিয়াজ সিদ্দিকী তোহা, সিদ্দিকুর রহমান নয়ন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ১৪ তম বর্ষে পদার্পণের কেক কেটে একে অপরকে খাইয়ে দেন।