
নোমান হোসেন আখন্দ
শাহরাস্তিতে ছেলে এমরান হোসেন (৩৫) এর এলোপাতাড়ি কোপে বাবা ছেরাগ আলী (৬৫) ঘটনাস্থলে খুন হয়েছে। গুরুতর জখম আহত অবস্থায় শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মা ফুলমতি বেগম (৫৫)। শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. শাহআলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানায়, গতকাল রোববার সন্ধ্যা ৭টায় উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের স্বেতীনারায়নপুর গ্রামের বড়বাড়িতে এ ঘটনা ঘটে। ঐদিন তুচ্ছ ঘটনা নিয়ে নিহত বাবা ছেরাগ আলী, মা ফুলমতি বেগম ও ছেলে এমরান হোসেন সাথে ঝগড়ার সূত্রপাত ঘটে। একপর্যায়ে ছেলে এমরান হোসেন ঘরে থাকা দা দিয়ে পিতা ছেরাগ আলী ও মা ফুলমতি বেগমকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই ছেরাগ আলী নিহত হন এবং ফুলমতি বেগম গুরুতর আহত হন। ঘটনার পর থেকেই ঘাতক ছেলে এমরান হোসেন পালিয়ে যায়। এমরান হোসেন ২ সন্তানের জনক, তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে।
শাহরাস্তি থানার (ওসি) মো. শাহআলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ঘাতক ছেলে এমরান হোসেন একজন মানসিক ভারসাম্যহীন। কিছুদিন আগে সে মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে এসেছে। এ বিষয়ে শাহরাস্তি থানায় হত্যা মামলা দায়ের করা হবে।