শাহরাস্তিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা


শাহরাস্তি ব্যুরো
‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠান মালার সমাপনী দিনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অচিন্ত্য চক্রবর্তীর সভাপতিত্বে ও স্যানেটারী ইন্সপেক্টর ফ্যায়দুল্লাহ মিয়ার পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল, মেডিকেল অফিসার ডা. তানজিনা সুলতানা, মেডিকেল অফিসার ডা. আহসানুল কবির, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ প্রমুখ।
সভায় শিক্ষক, নার্স, সাংবাদিক, পুষ্টিকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, মেডিকেল অফিসার, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া পুষ্টি সপ্তাহ উপলক্ষে ৩ শিক্ষার্থীসহ ৬ জনকে পুরস্কৃত করা হয়।