স্টাফ রিপোর্টার
শাহরাস্তি উপজেলার শীবপুর এলাকায় চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মো. শহীদুল্লাহ (৮৫) নামের বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শহীদুল্লাহ শাহরাস্তি উপজেলার অলিপুর গ্রামের মৃত ফয়েজ আহমেদের ছেলে। চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে চাঁদপুর নিয়ে আসে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
চাঁদপুর রেলওয়ে থানা (জিআরপি) ওসি সরোয়ার আলম বলেন, ওই বৃদ্ধ সকালে ছাগল নিয়ে রেললাইনে আসলে অসতর্কতার কারণে ট্রেনের নিচে কাটা পড়েন। পরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে জিআরপি পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের পক্ষ থেকে চাঁদপুরের এডিএম’র কাছে ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেয়ার জন্য আবেদন করা করেছেন। প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর, ২০১৯।