শাহরাস্তিতে ডেঙ্গুতে হাফেজ ছাত্রের মৃত্যু


নোমান হোসেন আখন্দ
শাহরাস্তিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাফেজিয়া মাদ্রাসায় অধ্যায়নরত এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর ঐ শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে দাউদকান্দি সেতু অতিক্রম করার সময় তার মৃত্যু হয়। তার বাড়ি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা পশ্চিমপাড়া নোয়াবাড়ি। সে ঐ গ্রামের জাকির হোসেনের ছেলে আবু বকর শিহাব (১৪)।
নিহতের পরিবার জানায়, শিশুটি ঈদের কয়েকদিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। পরে তার স্বজনরা তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। চিকিৎসক শিশুটির শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানেও তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গত বুধবার বিকেলে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গোমতী সেতু পার হওয়ার পর বিকেল ৪টায় তার মৃত্যু হয়।
পরে স্বজনরা তার মরদেহ বাড়ি নিয়ে আসলে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। ওই রাতে বাদ এশা তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শিহাব স্থানীয় ছাদেকীয়া হাফেজিয়া মাদ্রাসায় ইতোমধ্যে ১৬ পারা কোরআন মুখস্ত শেষে বাড়ি এসেছিলো।

২০ আগস্ট, ২০১৯।