শাহরাস্তিতে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে ও গভনের্ন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহায়তায় মঙ্গলবার (১৪ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
কর্মশালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন রশীদ।
১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ গুলো হলো- নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী ও সবার জন্য বিদ্যুৎ।
কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেপালী, ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল, পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান উল্ল্যাহ চৌধুরী, শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদুল আলম, সমাজসেবা কর্মকর্তা মো. আবু ইসহাক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ প্রমুখ।
কর্মশালায় উপজেলার সব দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, জনপ্রতিনিধি, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর নেতৃবৃন্দ ও সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।

১৫ জুন, ২০২২।