শিক্ষার্থীদের নিজের সন্তান ভেবে পাঠদানে উৎসাহিত করতে হবে
……….. মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম
নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি উপজেলার ৪টি সড়ক, ১টি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং ৩টি ব্রিজ সহ মোট ৮টি প্রকল্পের উদ্বোধন করেন চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। গত সোমবার এবছরের নবম সফরের দ্বিতীয় দিন সকাল সাড়ে ১০টায় তিনি নির্বাচনী এলাকার রাগৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
রাগৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দিতে গিয়ে বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্য এবং এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, আমরা এমন একটি সমাজ ব্যবস্থার দিকে যেন যেতে পারি যাতে গরিব অথচ মেধাবীরা কোন রকমের হেনেস্তা ছাড়া সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ পায়। আমার অবস্থান তাদেরই পক্ষে থাকবে।
তিনি উপস্থিত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শুধু বড় বড় সুরম্য দালানকোঠা নির্মাণ করে দিলেই হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানে ঠিকমত পড়াশোনা হয় কি-না, শিক্ষকগন সময়মত উপস্থিত হয়ে শ্রেণিকক্ষে পাঠদান করেন কি-না তা আপনাদের লক্ষ্য রাখতে হবে। শিক্ষকদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীকে ভাবতে হবে আপনাদের সন্তান হিসাবে। তাহলে আপনার সন্তানের পড়াশোনায় আপনারা অনেক বেশি মনোযোগী হবেন। তাছাড়া আপনার দেয়া পাঠদান তারা বুঝতে পারছে কি-না তা লক্ষ্য রাখবেন। মনে রাখবেন অর্ডার বা হুকুম দিয়ে কাজ হয় না আন্তরিকতা দিয়ে কাজ হয়। এদেশ শুধু আপনার পরিবার দিয়ে নয় এদেশ সব মানুষের। আপনার আশেপাশে মানুষ যদি ভালো না থাকে তবে আপনার পরিবারও ভালো থাকতে পারবে না। আপনার পরিবার সহ আপনার আশেপাশের মানুষ সুশিক্ষিত হলে সমাজে শান্তি-শৃঙ্খলা আসবে দেশ উন্নতির পথে এগিয়ে যাবে।
তিনি সভায় উপস্থিত সব অংশীজনের উদ্দেশে বিশেষ গুরুত্বারোপ করে বলেন, আমাদের মনে রাখতে হবে ‘শিক্ষা বিস্তারে প্রাথমিক শিক্ষকদের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ’। প্রাথমিক শিক্ষার লেভেলে যদি আমরা ভালো শিক্ষা দিতে পারি তাহলে আপনার সন্তানের জন্য আর কোন সমস্যা থাকবে না। প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। তাই প্রাথমিক শিক্ষার উপর অনেক বেশি জোর দিতে হবে আমাদের।
রাগৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ম্যানেজিং কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই সভার সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. লুৎফুর রহমান ভূঁইয়া। বর্ণিত সভা পরিচালনার দায়িত্ব পালন করেন শিক্ষক মো. হুমায়ুন কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, শাহারাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন, উপজেলা প্রকৌশলী মো. পারভেজ সরোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংসদের একান্ত সচিব মশিউর রহমান শাহিন, রফিকুল ইসলাম রায়হান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মো. আদেল, সূচীপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মজুমদার, রাগৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবু তালেব, প্রধান শিক্ষক মো. নুরুন্নবী, উপজেলা শিক্ষক সমিতির নেতা মো. জাহাঙ্গীর আলম, মো. জাকির হোসেন ভূঁইয়া, সুচিপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবির লিটন, সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, চিতোষী পশ্চিম ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম খলিফা, চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মনিরুজ্জামান আনসারী, চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম বেপারীসহ ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
১৫ মে, ২০২৪।