নোমান হোসেন আখন্দ
শাহরাস্তিতে ভেজালবিরোধী অভিযানে ২ ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার চিতোষী পূর্ব ইউপির চিতোষী বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। ওই সময় পুপলার ও আনোয়ারা ফার্মেসি দু’টিকে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ১৯৪০ সালের ড্রাগ আইনে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা।
এসময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মৌসুমী আক্তার ও শাহরাস্তি থানার এ এসআই মো. সোলেমান ভূঁইয়া।
৩০ জুন, ২০১৯।