শাহরাস্তিতে মাদক ব্যবসায়ী শিক্ষকসহ ২ জনকে গণধোলাই

নোমান হোসেন আখন্দ
শাহরাস্তিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ ২ মাদক ব্যবসায়ীকে মাদকসহ হাতেনাতে ধরে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। পরে তাদের গাছের সাথে বেঁধে রেখে পুলিশে খবর দেয় উত্তেজিত জনগণ।
স্থানীয় জনতা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সুচীপাড়া উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের কাউছার স্টোরের কাদিরের দোকানের সামনে গতকাল রোববার দুপুর ৩টায় এ ঘটনা ঘটে। সুচীপাড়া মজুমদার বাড়ির নেপাল মজুমদারের ছেলে ও ফেরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উৎপল চন্দ্র মজুমদার (৩৬) ও নবাবপুর মমিন মেম্বার বাড়ির মনির হোসেনের ছেলে শাহাদাত হোসেন (২৮) দীর্ঘদিন যাবৎ মাদক সেবন ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল। ঘটনার সময় স্থানীয় জনতা মাদক কারবারী শাহাদাত ও উৎপলকে ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে ধরে ফেলে। একপর্যায়ে তারা হাত ফসকে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। উত্তেজিত জনতা তাদের দৌঁড়ে ধরে গণধোলাই দিয়ে গাছের সাথে বেঁধে ফেলে রাখে। এর ফাঁকে মাদক কারবারীরা বেশকিছু ইয়াবা ট্যাবলেট পানিতে ছুড়ে ফেলে দেয়। এসময় তাদের কাছে ৪ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
খবর পেয়ে শাহরাস্তি থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা ও সহকারী উপ-পরিদর্শক শোয়েব আখন্দ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় লোকজন জানায়, আটক মাদক কারবারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উৎপল ও শাহাদাতকে কিছুদিন আগে সুচীপাড়া বাজার এলাকায় মাদকসহ জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছিল। এ বিষয়ে শাহরাস্তি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।