স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য, জেলা পরিষদের সদস্য, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা মো. হুমায়ুন কবির মজুমদার (৭০) দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার মরহুমের তিনটি জানাযা শেষে শাহরাস্তিতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হুমায়ুন কবির মজুমদার। তিনি শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের সুরসুই গ্রামের মজুমদার বাড়ির মৃত আব্দুল মতিন মজুমদারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হুমায়ুন কবির মজুমদার জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দীর্ঘ চল্লিশ বছর, বৃহত্তর টামটা ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান এবং শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও অবিভক্ত হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বিভিন্ন সংগঠনসহ শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন।
নিহতের জামাতা, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ মৃধা জানান, মরহুম হুমায়ুন কবির মজুমদারের প্রথম জানাযা শাহরাস্তি উপজেলা পরিষদ চত্ত্বর, দ্বিতীয় জানাযা উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং তৃতীয় জানাযা মরহুমে নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
প্রবীণ নেতা হুমায়ুন কবির মজুমদারের মৃত্যুর খবরে জেলায় শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনের সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমসহ জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে উপজেলা চত্বরে ও উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার আগে মরহুমের স্মৃতিচারণ করে শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ নাছির উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংদের কমান্ডার এম.এ ওয়াদুদ, শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান ফরিদ উল্যাহ্ চৌধুরী, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, শাহরাস্তি পৌরসভার মেয়র আলহাজ আব্দুল লতিফ, বিশিষ্ট শিল্পপতি ইঞ্জি. সফিকুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টু প্রমুখ।
জানাযায় বৃষ্টি উপেক্ষা করে সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানসহ কয়েক সহস্রাধিক জনসাধারণ অংশ নিয়ে প্রবীণ এ নেতাকে বিদায় জানান।
২৬ সেপ্টেম্বর, ২০১৯।