নোমান হোসেন আখন্দ :
শাহরাস্তিতে এক যুবকের ফেইসবুক আইডি হ্যাক করে ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
জানা যায়, উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের মো. দেলোয়ার হোসেনের ছেলে ফয়সাল আহম্মেদ স¤্রাট ৫ বছর যাবৎ ফয়সাল জেসিডি নামে ফেসবুক আইডি ব্যবহার করে আসছিলেন। ফয়সাল আহম্মেদ স¤্রাট জানান, গত ৪ নভেম্বর রাতে ফয়সাল জেসিডি নামক ফেইসবুক আইডিটি হ্যাক করে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে ফেইসবুকের ম্যাসেঞ্জারের মাধ্যমে (তার বর্তমান আইডি ফয়সাল আহম্মেদ) ৫ হাজার দাবি করে। ম্যাসেজ অপশনের মাধ্যমে প্রতিনিয়তই এ যুবককে হুমকি ধমকি দিয়ে তার ফেইসবুকে বিভিন্ন নগ্ন ছবি ছেড়ে দেয়ার হুমকি দিচ্ছে। ম্যাসেঞ্জারে তাদের দাবিকৃত ৫ হাজার টাকা বিকাশ (পার্সোনাল) ০১৯৯৫০৯৭৯৭৩ না দিলে তাকে ও তার হ্যাককৃত আইডিতে বিভিন্ন অশালীন বক্তব্য ও ছবি পোস্ট করে তাকে গ্রেপ্তার করিয়ে দেয়ার হুমকি দিচ্ছে ঐ চক্র। বর্তমানে ঐ প্রতারক চক্র ফয়সাল জেসিডি নামক ফেইসবুক আইডিটি ব্যবহার করে আসছে।
ক্ষতিগ্রস্ত যুবক আরো জানান, উল্লেখিত বিষয়ে তিনি দুশ্চিন্তায় ও চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইন প্রয়োগকারীর সংস্থার সহযোগিতা কামনা করেছেন। এছাড়া এ ধরনের প্রতারক চক্র যেন অন্য কারো এ ধরনের আইডি হ্যাক করে ক্ষতি না করতে পারে সেজন্য সবার সু-দৃষ্টি কামনা করছেন।