নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি থানার ওসি আ. মান্নানের দায়িত্বশীল হস্তক্ষেপে আন্তঃজেলা সিএনজি ও মোটরসাইকেল চোরচক্রের ১১ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৫ ডিসেম্বর শাহরাস্তি ও কচুয়া উপজেলায় অভিযান চালিয়ে চোর চক্রের এ সদস্যদের আটক করে শাহরাস্তি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোরশেদুল আলম ভূঁইয়া। এ সময় চোরচক্রের সদস্যদের কাছ থেকে উপজেলার চিতোষী পশ্চিম ইউপির হাড়িঁয়া গ্রামের কামরুল ইসলামের চুরিকৃত ১টি সিএনজি উদ্ধার করা হয়।
আটক সিএনজি ও মোটরসাইকেল চোরা চক্রের সদস্যরা হলেন- নবাবপুর মমিন মেম্বার বাড়ির আবদুর রহিমের ছেলে দিলদার হোসেন মহিন (দেলু) (২৬), কচুয়া কাদলা রংগার বাড়ির জামাল হোসেনের ছেলে মো. বাবলু (২৮), নবাবপুরের মমিন মেম্বার বাড়ির মৃত মনির হোসেনের ছেলে শাহাদাত হোসেন (হোসেন) (৩০), সাংহাই হাজী বাড়ির আনোয়ার হোসেন কবিরাজের ছেলে মো. আপন (২২), নরিংপুর মোল্লাবাড়ির মৃত আবুল কালাম মেম্বারের ছেলে মো. জাফর (২৩), নরিংপুর হুক্কুন আলী মিজি বাড়ির শহীদ উল্ল্যাহর ছেলে ফরহাদ হোসেন (৩০), বসুপাড়া আকবর পাটোয়ারী বাড়ির জামাল হোসেন (বেছুল হক) এর ছেলে মো. তোফায়েল হোসেন নাহিদ (২২), সাংহাই পাটোয়ারী বাড়ির মো. নুরুল ইসলামের ছেলে মো. ছানাউল্ল্যাহ আবুল কালাম (২২), নরিংপুরের মৃত আলী আকবরের ছেলে মো. জামাল হোসেন (৩০), বসুপাড়ার খোরশেদ আলমের ছেলে মো. ফয়সাল (২৩) ও নরিংপুরের রাকিব (২০)।
পুলিশ জানায়, আটকরা আন্তঃজেলা সিএনজি ও মোটরসাইকেল চোরচক্রের অন্যতম সদস্য। তাদের বিরুদ্ধে আগেও বিভিন্ন থানায় মামলা রুজু রয়েছে। আটকদের চাঁদপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে শাহরাস্তি থানায় মামলা নং ১২/২১৬, তাং ২৫/১২/২০২০ ইং।
২৭ ডিসেম্বর, ২০২০।