শাহ্রাস্তি-হাজীগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট : মেজর রফিক
নোমান হোসেন আখন্দ/ইউছুপ আলী :
শাহরাস্তি উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে স্থানীয় সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গল বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্যামল বন্ধু ভট্টাচার্জের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টুর পরিচালনা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, শাহরাস্তি-হাজীগঞ্জ উপজেলা সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। আমরা সব ধর্মের লোক মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করে আসছি। কোন কুচক্রি মহল যেন সুযোগ নিয়ে আমাদের এ সম্প্রীতি নষ্ট করতে না পারে সেজন্য আমাদের সজাগ থাকতে হবে। আপনাদের যে ােন সমস্যা সমাধানে আমার সহযোগিতা ছিল এবং আগামি দিনেও এ ধারা অব্যাহত থাকবে।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফরিদ উল্যাহ চৌধুরী, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি নিখিল চন্দ্র মজুমদার, সিনিয়র সহ-সভাপতি ডা. নিমাই চন্দ্র পাল, সাধারণ সম্পাদক ডা. কমল চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কান্তি দত্ত।
এসময় অন্যান্যের মাধ্যে উপস্থিত ছিলেন সাবেক সহকারী অধ্যাপক যদু চন্দ্র শীল, সহকারী অধ্যাপক বিধু চন্দ্র শীল, প্রধান শিক্ষক প্রদীপ কুমার চক্রবর্তী, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটন, বিশিষ্ট ব্যবসায়ী দুলাল চন্দ্র দেবনাথ, আওয়ামী লীগ নেতা সহদেব মজুমদার, সাবেক প্রধান শিক্ষক সমর চন্দ্র মজুমদারসহ উপজেলার পূজা উদযাপন কমিটি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সর্বস্তরের নেতৃবৃন্দ।