নোমান হোসেন আখন্দ
সারা দেশে খাদ্য বিভাগের সরকারিভাবে ধান ক্রয়ের অংশ হিসেবে শাহরাস্তিতে ২য় পর্যায়ে বোরো ধান ক্রয় শুরু হয়েছে। গত ২২ মে ১ম পর্যায়ে ও গত ১৫ জুলাই থেকে ২য় পর্যায়ে বোরো ধান ক্রয় কার্যক্রম শুরু হয়ে অদ্যাবদি চলমান রয়েছে।
১ম পর্যায়ে বোরো ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফরিদ উল্ল্যাহ চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার। ১ম ও ২য় পর্যায়সহ সর্বমোট ৪ শতাধিক মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হয়েছে বলে উপজেলা খাদ্য অফিস সূত্রে জানানো হয়েছে।
সরকারি গুদামে ধান বিক্রি করতে আসা কৃষকরা জানান, এবারই প্রথম সঠিক নিয়ম ও প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান কেনা হচ্ছে। ধানের প্রকৃত মূল্য আমরা সঠিকভাবে পাচ্ছি। ধান কেনার আগেই উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৃত কৃষক চিহ্নিত করেছেন।
উপজেলা খাদ্য গুদাম পরিদর্শক সুবর্ণা ভঞ্জ জানান, খাদ্য বিভাগের পক্ষ থেকে চলতি মৌসুমে শাহরাস্তি উপজেলায় ১ম পর্যায়ে ২৮৪ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হয়েছে। ২য় পর্যায়ে, ১ম পর্যায়ে বাদ যাওয়া নতুন কৃষকদের কাছ থেকে আরো ৪ শত ৭৩ মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার। প্রতি কেজি ধান ২৬ টাকা হারে প্রতিমন ধান ১০৪০ টাকা ধরে ক্রয় করছে সরকার। কৃষি অধিদপ্তরের অধীন কার্ডধারী প্রকৃত কৃষকরা সর্বোচ্চ ২৫ মন ধান বিক্রি করতে পারবে। শাহরাস্তি উপজেলায় চলতি মৌসুমে বোরো সংগ্রহ ২২ মে থেকে শুরু হয়ে আগামি ৩০ আগস্ট পর্যন্ত চলবে।
এ সময় উপস্থিত ছিলেন খাদ্য গুদাম সহকারী আবদুর রহমান রুবেল, আ. ওয়াদুদসহ কৃষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
০৭ আগস্ট, ২০১৯।