নোমান হোসেন আখন্দ
শাহরাস্তিতে ৩ দিনব্যাপী খাদ্যভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান), কৃষি মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ও শাহরাস্তি উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হচ্ছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকতা ড. মোহাম্মদ জহির উল্ল্যাহ।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা কৃষি কর্মকতা মো. আহসান হাবীব ও বৈজ্ঞানিক কর্মকতা মোহাম্মদ ওমর ফারুক। ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে।
প্রশিক্ষণ কর্মশালায় কৃষক, শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমাম, পুরোহিত, এনজিও প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ ২টি গ্রুপে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।
২৯ অক্টোবর, ২০২০।