শাহরাস্তির আনসার কমান্ডার আবদুস ছাত্তার মজুমদারের স্বর্ণপদক লাভ

নোমান হোসেন আখন্দ :
শাহরাস্তি উপজেলা আনসার কোম্পানী কমান্ডার মো. আবদুস ছাত্তার মজুমদার স্বর্ণপদক লাভ করেছেন। গত ২ নভেম্বর চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে জেলা আনসার ও ভিডিপি সমাবেশউপলক্ষে এ স্বর্ণপদক ও সম্মাননা পত্র তুলে দেন আনসার ও ভিডিপি উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল মহিউদ্দিন মো. জাবেদ।
বিভাগীয় বিভিন্ন প্রশিক্ষণে লোক প্রেরণ, আইন শৃঙ্খলায় সাহসিকতার সহিত সহায়তা, সরকারের আর্তসামাজিক উন্নয়নের সহায়তা, সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা কাজে সহায়তা, বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে প্যারেড কমান্ডার হিসেবে সাহসিকতার সাথে দায়িত্ব পালন, ২০১৩ সাল থেকে দেশবিরোধী রেল নাশকতা, নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে ৪৮ জন আনসার নিয়ে দায়িত্ব পালনসহ বিভিন্ন সরকারি বেসরকারি কাজের নিরাপত্তা বেষ্টনী কাজে সহায়তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ স্বর্ণ পদক প্রদান করা হয়।
মো. আবদুস ছাত্তার মজুমদার ১৯৬৩ সালে উপজেলা টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা মজুমদার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হোসেন উদ্দিন মজুমদার। তিনি ১৯৮৭ সাল থেকে বাংলাদেশ আনসারে অঙ্গীভূত আনসার হিসেবে যোগদান করেন। তিনি ২০১৪ সালে রাষ্ট্রপতি পদক, ২০১৫ সালে জাতীয়ভাবে বিশেষ পুরস্কার ও জেলায় রৌপ্য পদক, ২০১৬ সালে আনসার ভিডিপির বিশেষ সম্মাননা ও পুরস্কার এবং ২০১৭ সালে তিনি স্বর্ণপদক লাভ করেন।
ব্যক্তি জীবনে তিনি ২ ছেলে ও ১ মেয়ের জনক। তার বড় ছেলে রাসেল মজুমদার বাংলাদেশ পুলিশে কর্মরত রয়েছেন।