নোমান হোসেন আখন্দ
শাহরাস্তির চিতোষী সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দলিল লিখক সমিতি ও সনদপ্রাপ্ত দলিল লিখকরা গত ১ সপ্তাহজুড়ে কলম বিরতি পালন করে আসছেন। গত ১ সপ্তাহজুড়ে চিতোষী সাব-রেজিস্ট্রার কাযালয়ের অফিস সহকারী আবুল বাশারের অপসারণের দাবি আদায়ের লক্ষ্যে কার্যালয়ের সামনে বিক্ষোভ, মানববন্ধন, জেলা রেজিস্ট্রার কার্যালয় গমনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
এ বিষয়ে চাঁদপুর জেলা সাব-রেজিস্ট্রার মো. মোস্তাক আহমেদ গত ২ নভেম্বর শাহরাস্তির চিতোষী সাব-রেজিস্ট্রার কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি দলিল লিখক সমিতির নেতৃবৃন্দকে চলমান দলিল সম্পাদন কাজ চালিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করেন।
শাহরাস্তির চিতোষী সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দলিল লিখকরা জানান, ঘুষখোর ও অনৈতিক কাজের হোতা কেরানী আবুল বাশারকে এ অফিস থেকে সরিয়ে না নেয়া পর্যন্ত আমাদের চলমান আন্দোলন ও কলম বিরতি চলবে। দীর্ঘ প্রায় ২ বৎসর যাবৎ এ অফিসকে অনিয়ম ও দুর্নীতির এক স্বর্গরাজ্যে পরিণত করার পরও তাকে বহাল তবিয়তে রাখা হয়েছে। কার স্বার্থের জন্য তাকে আজও বহাল রাখা হয়েছে আমাদের বোধগম্য নেই। তার জন্য আজ ১ সপ্তাহ যাবৎ এ অফিসে দলিল কার্য সম্পাদন বন্ধ, সরকার লাখ-লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সেই সাথে এ উপজেলার দলিল রেজিস্ট্রেশন করতে আসা লোকজন চরম হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন। দলিল লিখকরা, অতি দ্রুত অফিস সহকারী আবুল বাশারকে এ অফিস থেকে সরিয়ে নিতে সংসদ সদস্য, জেলা প্রশাসক, জেলা রেজিস্ট্রার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
৪ নভেম্বর, ২০২০।