নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সরকারের রাজস্ব তহবিল হতে বরাদ্দকৃত উপজেলার ১০টি সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৮৫.৭১ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গত ২৮ আগস্ট উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
উপজেলার ১০টি সরকারি ও প্রাতিষ্ঠানিক ৯.৫০ একর জলাশয়ে ২৮৫.৭১ কেজি, ৪ থেকে ৬ ইঞ্চি সাইজের রুই, কাতল, মৃগেল, ও কালিবাউশ জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। অবমুক্তকৃত জলাশয়গুলো হচ্ছে- উপজেলা পরিষদ পুকুরে ৫০ কেজি, শিমুলিয়া আশ্রয়ন প্রকল্প পুকুরে ৪০ কেজি, নাওড়া জামে মসজিদ পুকুরে ৩০ কেজি, শাহরাস্তি থানা পুকুরে ৩৫ কেজি, উনকিলা ইউনিয়ন পরিষদ পুকুরে ২৫ কেজি, শংকরপুর গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্প পুকুরে ৪০ কেজি, আনন্দপুর জামে মসজিদ পুকুরে ১৫ কেজি, শাহরাস্তি জামে মসজিদ মাজার পুকুরে ১৫.৭১ কেজি, ফায়ার সার্ভিস পুকুরে ১৫ কেজি, ও নোয়াগাঁও এতিমখানা মাদ্রাসা পুকুরে ২০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ ফারুক আহম্মেদ, ঠিকাদার ও মাছ চাষি সুভাষ মৎস্য খামারের পরিচালক সুভাষ চন্দ্র বর্মণসহ আরো অনেকে।
০৩ সেপ্টেম্বর, ২০১৯।