
শওকত আলী
শাহরাস্তি উপজেলার পরানপুর প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। গত ১ জানুয়ারি সকাল ১১টায় পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নেছার আহমেদ ভূঁইয়া।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকবুল আহমেদ মজুমদারের সভাপতিত্বে বই বিতরণের সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রথম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ২৪০ জন শিক্ষার্থীদের মাঝে এ বই বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মো. তাজুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. আরিফ হোসেন ভূঁইয়া, তাছলিমা বেগম, নাজমা সুলতানা, শাহীনা বেগম প্রমমুখ।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাও. মো. ওমর ফারুক।